Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন কামরুল আহসান


১৪ নভেম্বর ২০১৯ ১৭:০২

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় এবং কনস্যুলার) কামরুল আহসান রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত কামরুল আহসান ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়ার মাধ্যমে কূটনৈতিক পেশা শুরু করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের বেইজিং, লন্ডন, ওয়াশিংটন, দুবাই মিশনসহ একাধিক মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডা এবং সিঙ্গাপুরেও বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

২০১৬ সালে কামরুল আহসান সচিব পদে পদোন্নতি পান।

রাষ্ট্রদূত কামরুল আহসান বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চীনের বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, হাওয়াই থেকেও ডিগ্রি নেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের পিতা।

কামরুল আহসান রাশিয়া রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর