মন্দবাগ ট্র্যাজেডি: পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন
১৪ নভেম্বর ২০১৯ ১৯:২৬
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ রেলস্টেশনে ২ ট্রেনের সংঘর্ষে আহতদের মধ্যে ১৩ জন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন। তাদের মাঝে একজনের শারীরিক অবস্থা একটু গুরুতর হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রোগীদের পর্যবেক্ষণ শেষে সারাবাংলাকে এ কথা জানান নিটোরের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন:- স্বামীর দাফন শেষে ফেরার পথে স্ত্রীর মৃত্যু
বর্তমানে পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তারা হলেন, হবিগঞ্জের আবুল কালাম (৫২), হাসান আলী (৭০), মাহিন মিয়া সোহেল (৩৫), নাজমা আকতার (৩০), নাফিজ (৪), শ্রীমঙ্গলের ইমন (১৮), সুমি (২১), রায়হান (১৩), আখাওড়ার সুরাইয়া খাতুন (৬৫), চাঁদপুরের রোজিনা বেগম (৪০), ফিরোজা বেগম (৭০), মিতু (২০), মাহিমা বেগম (৫২) ও হাসান বেপারি (২৪)।
ডা. জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত ১৩ জন বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৫২ বছর বয়সী আবুল কালামের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর হলেও আশা করছি তিনিও খুব দ্রুতই স্থিতিশীল অবস্থায় চলে আসবেন।
তিনি বলেন, বাকিদের মধ্যে সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য। খুব দ্রুতই সে ফিরে আসবে বলে আশা করছি। বাকিদের সবার অবস্থা এখন আগের চাইতে স্থিতিশীল।
সরকারের ঘোষণা অনুযায়ী এখানে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।
উল্লেখ্য, ১২ নভেম্বর ভোর পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় সর্বশেষ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।