বাপার সভাপতি হলেন সুলতানা কামাল, নির্বাহী সহসভাপতি আব্দুল মতিন
১৬ নভেম্বর ২০১৯ ১৮:১৫
ঢাকা: নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। দুই বছরের জন্য সংগঠনটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালকে। নির্বাহী সহসভাপতির দায়িত্ব পেয়েছে ড. মো. আব্দুল মতিন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে শরীফ জামিল এবং মহিদুল হক খানকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর লালমাটিয়া এলাকায় বাপা কার্যালয়ে আয়োজিত প্রথম সভায় ৫২ জন সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
সহসভাপতি হয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক খন্দকার বজলুল হক, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এম ফিরোজ আহমেদ, প্রকৌশলী তাকসীম এ খান, রাশেদা কে চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, ড. আতিউর রহমান এবং অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার।
যুগ্ম সম্পাদক হয়েছেন মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা, অধ্যাপক মাহবুবা নাসরিন, স্থপতি ইকবাল হাবিব, মো. আলমগীর কবির, শারমীন মুরশিদ, হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, মারুফ রহমান।
এদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।