Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা চুক্তি করে না: ওবায়দুল কাদের


১৭ নভেম্বর ২০১৯ ১৬:১৬

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির বিষয়ে জানতে চেয়ে বিএনপির চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করবেন না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তির মধ্যে গোপনীয় কিছু নেই, চুক্তি কি গোপন রাখা যায়?

রোববার (১৭ নভেম্বর) রাজনীতি এশিয়ান ইউনিভার্সিটিতে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভারতের সঙ্গে কী চুক্তি, প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিবকে বলব, তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা বিদেশের কোনো চুক্তি সংসদে উত্থাপন করেছেন। অথবা সংসদে অনুমোদন নিয়েছে? তাদের তো অভিযোগই হচ্ছে- আওয়ামী লীগ মানে দেশ বিক্রি, গোলামির চুক্তি। বাংলাদেশ ভারতের হয়ে যাবে। এগুলো তারা বলেই আসছে।’

বিএনপির সঙ্গে সম্প্রীতি শিবিরের সাবেক নেতাদের বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটি নতুন কিছু না। বিএনপি আর জামায়াতে ইসলাম উপরে উপরে যা-ই বলুক, তলে তলে এদের গলায় গলায় খাতির।’

তিনি আরও বলেন, ‘এরা একই বৃন্তে দুটি ফুল। একটিকে ছাড়া আরেকটি চলবে না। তারা যমজ ভাইয়ের মতই আছে। কাজেই তাদের বিচ্ছিন্ন ভাবার কোনো কারণ নেই। দুটি দলই সাম্প্রদায়িক দল, তাদের মিলের বিষয়টি সবাই জানে, এটি পরিষ্কার।’

আওয়ামী লীগ ওবায়দুল কাদের চুক্তি ভারত-বাংলাদেশ রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর