টিসিবি’র পেঁয়াজ কিনতে গিয়ে গুলিবিদ্ধ
১৮ নভেম্বর ২০১৯ ১৯:৪৫
সিলেট: সিলেটে ৪৫ টাকা দরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে পেঁয়াজ কিনতে গিয়ে চন্দ্রকান্ত সিংহ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রচণ্ড ভিড়ে অসাবধানতাবশত এক পুলিশ সদস্যের শটগান থেকে গুলি বের হয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রিকাবীবাজার এলাকায় কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এই ঘটনা ঘটে। এসময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে এক নারী আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিতা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, শুক্রবার ভারত থেকে চোরাই পথে আসা দুই ট্রাক (৭ হাজার ২০০ কেজি) পেঁয়াজ জব্দ করেন র্যাব-৯ এর সদস্যরা। এরপর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিলেট মহানগর আদালতের বিচারক জিয়াদুর রহমান জব্দ পেঁয়াজ টিসিবি’র মাধ্যমে বিক্রির নির্দেশ দেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সুরমা মার্কেট, রিকাবীবাজার ও দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে টিসিবি’র পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।