Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ৬৬৫ বোতল ফেনসিডিলসহ এক বিক্রেতা আটক


২০ নভেম্বর ২০১৯ ০৮:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাটে ৬৬৫ বোতল ফেনসিডিলসহ  আব্দুল হালিম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হালিম নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশদার পালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল একটি প্রাইভেটকারে পুলিশ লেখা ট্যাগ লাগিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো। মঙ্গলবার রাতে র‌্যাবের কাছে ফেনসিডিল বহনের এমন একটি খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

‘দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খোঁজছিলো । অবশেষে মঙ্গলবার সে ধরা পড়লো।’ মন্তব্য করেন তিনি।

জয়পুরহাট ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর