Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর করায় শিক্ষার্থীকে বহিষ্কার


২০ নভেম্বর ২০১৯ ১৭:৪২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোরশেদুল ইসলাম রিফাতকে একবছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী রিফাত ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন- চবিতে দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর, অভিযুক্ত শিক্ষার্থীকে শোকজ

প্রক্টর মনিরুল বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিফাতকে একবছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার তার নির্বাহী ক্ষমতাবলে এই আদেশ দিয়েছেন। আজ (বুধবার) থেকে থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটিতে পরবর্তী সভায় বিষয়টি রিপোর্ট করা হবে বলে জানান প্রক্টর।

এর আগে, রোববার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের মোড়ে নূরে আলম স্টোরে দৃষ্টি প্রতিবন্ধী শুক্কুর আলমকে মারধর করেন মোরশেদুল ইসলাম রিফাত। ওই সময় রিফাতকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে বহিষ্কার শিক্ষার্থীকে বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর