Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে আমন ধান সংগ্রহ শুরু


২০ নভেম্বর ২০১৯ ২০:৩৮

দিনাজপুর: দিনাজপুরে আমন মৌসুমের ধান সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের ধান কেনা হবে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিরল উপজেলার সরকারি খাদ্যগুদামে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশ্রাফুজ্জামান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজ সিদ্দিকি সাগর, উপজেলা খাদ্য কর্মকর্তা জিনাত রহমান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশ্রাফুজ্জামান জানান, এবার দিনাজপুর জেলা থেকে ২৮ হাজার ৭শ’ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

আমন ধান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর