Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগে নতুন ১৮টি বেড


২০ নভেম্বর ২০১৯ ২২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সংযোজন করা হয়েছে নতুন ১৮টি বেড বা শয্যা। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে পুরুষ ওয়ার্ডের জন্য ১০টি এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের জন্য এই ৮টি বেড আনা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকালে বিএসএমএমইউ’র সি-ব্লকে বেডগুলো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, নিউরোসার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগে কর্মরত নার্সরা।

নিউরোসার্জারি বিভাগ বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর