আজাদি মার্চ: ‘বিরোধীদের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সরকারি দল’
২১ নভেম্বর ২০১৯ ২০:১৮
পাকিস্তানের জমিয়ত উলামা এ ইসলামের একাংশের প্রধান মওলানা ফজলুর রহমান বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযোগ করে বলেছেন, পাকিস্তানী তেহরিকি ইনসাফ (পিটিআই) দলের পক্ষ থেকে তাকে ও অন্যান্য বিরোধী নেতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। যেন তারা আজাদি মার্চ পরিত্যাগ করে সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। খবর এআরওয়াই ডিজিটাল।
মওলানা ফজল তার বক্তব্যে বলেন, ‘আপনারা জেনে অবাক হয়ে যাবেন এমন সব প্রস্তাব সরকারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল। যেন আমি ধরনার আসন থেকে সরে দাঁড়াই, তাহলে তারা আমাকে ডেরা ইসমাঈল খান থেকে পুনঃনির্বাচিত করবেন। তা না হলে আমি যেন বেলুচিস্তানের গভর্ণর হয়ে প্রাদেশিক সরকার গঠন করি। এছাড়াও সর্বশেষ তারা আমাকে সিনেটের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেন, তাও যেন আমি আজাদি মার্চ থেকে সরে দাঁড়াই’।
আজাদি মার্চে দেওয়া বক্তব্যে মওলানা ফজল প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, তেহরিক ই ইনসাফের বিদেশি নির্বাচনি ফান্ডের ব্যাপারে বস্তুনিষ্ঠ তদন্ত তার মেয়াদকালের মধ্যেই শেষ করতে হবে। যদি তা না করতে পারেন তাহলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।
আজাদি মার্চ জমিয়ত উলামা ই ইসলাম তেহরিক ই ইনসাফ মওলানা ফজল লোভনীয় প্রস্তাব