Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ায় ভূমিধসে ২৪ জনের মৃত্যু


২৩ নভেম্বর ২০১৯ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কেনিয়ায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমে পোকোত অঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটে। মৃতদের মধ্যে অন্তত ৭ জন শিশু।

শনিবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে সেখানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে ও নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পোকোতের কমিশনার অপোলো অকেলো বলেন, আরও অনেকে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

রেডক্রস প্রাণহানির কথা টুইটারে নিশ্চিত করে পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিধসের ছবি প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

কেনিয়া ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর