Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর চেষ্টায় আবারও জনপ্রিয় হচ্ছে কাবাডি: দস্তগীর গাজী


২৩ নভেম্বর ২০১৯ ১৯:৩২

নারায়ণগঞ্জ: জাতীয় খেলা হলেও কাবাডি একসময় হারিয়ে যাওয়ার পথে ছিল উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সেই খেলাকে আগের মতো জনপ্রিয় করার চেষ্টা করছেন। এলক্ষ্যে একজন যোগ্য মানুষকে কাবাডি ফেডারেশনের দায়িত্বও দিয়েছেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলা হারিয়ে যাওয়ার পথে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাবাডি খেলাকে জনপ্রিয় করার চেষ্টা করছেন। ইতোমধ্যে এ খেলা আগের মতো জনপ্রিয়তা অর্জন করেছে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে। এজন্য পুলিশ বাহিনীর প্রশংসাও করেন তিনি।

প্রতিযোগিতায় বালক কাবাডিতে উজির আলী উচ্চ বিদ্যালয় জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা কাবাডিতে উজির আলী উচ্চ বিদ্যালয় কাশিপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় আরও উপ‌স্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ অন্যরা।

বিজ্ঞাপন

কাবাডি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বাংলাদেশ কাবাডি ফেডারেশন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর