Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালতলা মাছ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


২৩ নভেম্বর ২০১৯ ২০:৫৯

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা মাছ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজন।

তার সহকর্মী মো. হৃদয় জানান, সন্ধ্যায় মাছ বাজারে একটি কুকুর ঢুকে পরে। কুকুর তাড়াতে গিয়ে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সঙ্গে লেগে স্পৃষ্ট হন রাজন।

তিনি আরও জানান, রাজনের বাবার নাম লালচান মিয়া। খিলগাঁও তালতলা এলাকায় রাজন একাই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর