Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে শ্রমিক ফেডারেশনের বৈঠক চলছে


২৩ নভেম্বর ২০১৯ ২১:৪৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ০০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ানে সৃষ্ট অসন্তোষকে ঘিরে আবারও পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরর সভাপতি শাজাহান খান এমপির নেতৃত্বে অন্তত ৩০ জন শ্রমিক নেতা বৈঠকে উপস্থিত আছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপু সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডির নিজ বাসভবনে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত আছেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠক শ্রমিক ফেডারেশন সড়ক পরিবহন আইন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর