Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবে যাওয়া নৌযান থেকে ১৪৯ জনকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড


২৪ নভেম্বর ২০১৯ ১২:১০ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১২:১৬

ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া জাহাজ থেকে ১৪৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শনিবার ওই জাহাজ ডুবির পর থেকে আরও ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৪ নভেম্বর) ইতালিয়ান কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে। এছাড়া উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, নৌযানের কর্মীরা ছাড়াও নৌযানটিতে ১৬০ জন যাত্রী ছিলেন, এখনো ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপ থেকে উত্তর আফ্রিকা উপকূল কাছাকাছি, তাই দেশত্যাগী এই অভিবাসীরা ইউরোপে প্রবেশের জন্য প্রথম এই দ্বীপে এসে পৌঁছানোর চেষ্টা করে।

ইতালি উদ্ধার টপ নিউজ নৌযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর