চট্টগ্রামে ধানক্ষেতে ‘ডাকাতের’ গুলিবিদ্ধ মরদেহ
২৪ নভেম্বর ২০১৯ ১৩:০২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একাধিক ডাকাতি মামলার আসামি এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি-ছিনতাইয়ে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকায় ধানক্ষেতে যুবকের মরদেহ পড়েছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।
মৃত ফজলুল হক (৩২) নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেন বাদশার ছেলে।
ওসি জাহেদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘ফজলুল হক এলাকায় ফজু ডাকাত হিসেবে পরিচিত। সে মহাসড়কে এবং বাড়িঘরে ডাকাতি করে। আমাদের থানায় তার বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা আছে। আজ (রোববার) সকালে আমরা তার গুলিবিদ্ধ লাশ উদ্ধা করেছি। ধারণা করা হচ্ছে, ডাকাতদের নিজেদের মধ্যে কোন্দলের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’
ফজলুল হকের ভাই রেজাউল হক মীরমরাই থানায় হত্যা মামলা দায়ের করছেন বলে ওসি জানিয়েছেন।