Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেডিট কার্ডের লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক


২৪ নভেম্বর ২০১৯ ২১:০৩

ঢাকা: ক্রেডিট কার্ড দিয়ে আন্তর্জাতিক লেনদেন প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডে লেনদেন করতে আলাদা ফরম লাগবে না।

তবে ক্রেডিট কার্ড দিয়ে যেন অবৈধ লেনদেন না হয় সে জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনয়ীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন থেকে কেনা পণ্যের মূল্য বিদেশে পাঠানো যাবে। তবে অনলাইনে জুয়া খেলা, বৈদেশিক লেনদেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা, ক্রিপ্টো কারেন্সি ও লটারির টিকিট কেনার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ জন্য গ্রাহকের গ্রাহককে জানো (কেওয়াইসি), মানিলন্ডারিং গাইডলাইন্স পরিপালন এবং কর ও শুল্ক পরিশোধ নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক। এই সার্কুলারের ফলে গ্রাহককে কোনো অনুমোদন নিতে হবে না।

এর আগে গত ১৪ নভেম্বর এক প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক লেনদেনে কড়াকড়ি আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, বিদেশি অবৈধ লেনদেন করা যাবে না। পাশাপাশি কার্ডে কী ধরনের লেনদেন হচ্ছে, গ্রাহককে তারও হিসাব রাখতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা একটি ফরমও নির্দিষ্ট করে দিয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হয়।

সূত্র জানায়, আন্তর্জাতিক লেনদেনে অনুমোদিত ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহক এককভাবে কোনো পণ্য বা সেবামূল্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩শ ডলার পর্যন্ত পরিশোধের সুযোগ নিতে পারেন। কিন্তু অনলাইনে পণ্য কেনাকাটার নামে এই সুযোগের অপব্যবহার করছেন অনেকেই। আর এই কারণে গত ১৪ নভেম্বর অনলাইনে ক্রিপ্টোকারেন্সি কেনা, জুয়া ও লটারিতে অংশ নেওয়াসহ আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ‘অপব্যবহার’ রোধে সাকুর্লার জারি করে কেন্দ্রীয় বাংক।

বিজ্ঞাপন

ওই সার্কুলারে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে বিদেশি পণ্য বা সেবা কিনতে হলে গ্রাহককে অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফর্ম (ওটিএএফ) পূরণ করে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট প্লাটফর্মের মাধ্যমে বা হার্ড কপি ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক যাচাই-বাছাই করে অসঙ্গতি না পেলে ক্রেডিট কার্ডকে লেনদেনের জন্য সক্রিয় করে দেবে। অনুমোদন ছাড়া অনলাইনে ডলারের কেনাকাটায় কার্ড কাজ করবে না। এর ফলে, অনলাইনে বিদেশি পণ্য বা সেবা কিনতে ডলার পরিশোধের ক্ষেত্রে কার্ড ব্যবহারকারীদের নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিয়ে ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হতো। এ নিয়ম ‘বাস্তবসম্মত নয়’ বলে দাবি করেছিল আইটি ফার্মগুলো।

আইটি ফার্মগুলোর অভিযোগ ও দাবি পর্যালোচনার জন্য আগামীকাল (২৫ নভেম্বর) একটি বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই বৈঠকে কয়েকটি ব্যাংকের কার্ড ডিভিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই আজ সকাল ১১টায় বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ন কবীর, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, সহসভাপতি শোয়েব আহমেদ মাসুদ, মুশফিকুর রহমান, ১১টি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নতুন সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

আন্তর্জাতিক লেনদেন ক্রেডিট কার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর