Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় নামলে নেত্রী এতদিনে মুক্তি পেতেন: গয়েশ্বর


২৫ নভেম্বর ২০১৯ ১৬:১৩

ঢাকা: রাস্তায় নেমে আন্দোলন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতদিন কারাগার থেকে মুক্তি পেয়ে যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী প্রচার দল এই আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের জনগণ যা কিছু পেয়েছে, আন্দোলন করেই পেয়েছে, আদালতের রায়ে পায়নি। দেশ স্বাধীন করা হয়েছে, সেটাও আন্দোলনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে হয়েছে, আদালতের রায়ে হয়নি। নেত্রীকে মুক্ত করতে হলে আন্দোলন করেই করতে হবে। আদালতের রায়ে হবে না।’

এ সময় খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর বিএনপি নেতাদের অতিমাত্রায় নির্ভরতার জন্য তাদের সমালোচনাও করেন গয়েশ্বর।

তিনি বলেন, ‘সরকার সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে। পেঁয়াজের দাম আকাশচুম্বি, চালের দাম বৃদ্ধি, শিশু ধর্ষণ, ক্যাসিনোকাণ্ড, ব্যাংকের টাকা লুট- এসবই কি গুজব? এসব বুঝ দিয়ে আর কতদিন চলবে?’

দেশে গণতন্ত্র নেই, সুশাসন নেই, আছে কেবল ষড়যন্ত্র বলেও জানান গয়েশ্বর। তিনি বলেন, ‘সরকার ষড়যন্ত্র চালাচ্ছে জিয়া পরিবারের ওপর। এ জিয়া পরিবারের সংখ্যা দেশে কম হলেও ১৬ কোটি। এ পরিবারের প্রতি ষড়যন্ত্র করা মানেই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি ষড়যন্ত্র করা।’

আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু গণতন্ত্র পাইনি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। গণতন্ত্র নিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব বলে বৃহৎ আন্দোলনের কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রাজপথ সরকারকে ইজারা দেওয়া হয়নি মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন থেকে সভা-সমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সভা-সমাবেশ আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করব, অন্যায়ের প্রতিবাদ করব।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহফুজ কবির। এতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খালেদা গয়েশ্বর টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর