পরিমাপে কম দেওয়ায় ৩ পেট্রোল পাম্পকে জরিমানা
২৫ নভেম্বর ২০১৯ ২০:১৮
ঢাকা: জ্বলানি তেল বিক্রিতে পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর তিনটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে ওই তিন পাম্পকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানাও করেছে সংস্থাটি।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বাড্ডা ও কুড়িল এলাকায় অভিযান চালিয়ে মামলাে এবং জরিমানা করা হয়।
বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশন অ্যান্ড কনভার্সন লিমিটেড অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করে। একই এলাকার মেসার্স সিটিজেন সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে একটি ডিজেল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুড়িল এলাকার মেসার্স পিনাকল পাওয়ার লিমিটেডের অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম দেওয়ায় এবং ডিসপেন্সিং ইউনিটগুলো বিএসটিআই থেকে হালনাগাদ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. রাকিবুল আলম অংশ নেন।