Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই


২৬ নভেম্বর ২০১৯ ০৯:৫৯

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন মারা গেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএসএমএমইউ-এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার সারাবাংলাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় রবিউল হুসাইনের মৃত্যু হয়।

ভাষা ও সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে একুশে পদক পান রবিউল হুসাইন। এর আগে ২০০৯ সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

১৯৪৩ সালের ৩১ জানুয়ারি জন্ম নেওয়া এই কবির গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। স্কুল ও কলেজ জীবন শুরু করেছেন কুষ্টিয়ায়।

মোট আটটি কবিতার বই ও দুইটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে রবিউল হুসাইনের। এইসব নীল অপমান, অপ্রয়োজনী প্রবন্ধ, কি আছে এই গভীর অন্ধকারে তার উল্লেখযোগ্য বই। এছাড়া স্থাপত্যের ওপরেও বেশ কয়েকটি বই লিখেছেন তিনি।

রবিউল হুসাইন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি ছিলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্যও ছিলেন তিনি।

কবি স্থপতি রবিউল হুসাইন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর