রাজধানীর পরিবেশ দূষণ রোধে কমিটি গঠনের আদেশ হাইকোর্টের
২৬ নভেম্বর ২০১৯ ১৩:১৮
ঢাকা: রাজধানী ঢাকার বায়ুসহ পরিবেশ দূষণ প্রতিরোধে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, দুই সিটির প্রধান প্রকৌশলী, ওয়াসা ও বিআরটিএ’র প্রতিনিধি ও বুয়েটের একজন প্রতিনিধিকে নিয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকাসহ চার জেলার সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বিষাক্ত ঢাকার বাতাস, মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা