খানজাহান আলীর মাজারের দীঘি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৬ নভেম্বর ২০১৯ ১৫:০০
বাগেরহাট: বাগেরহাটে খানজাহান আলী (র.) মাজার দীঘি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দীঘির পূর্ব পাশের ঘাট এলাকা থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধের বাড়ি মোরেলগঞ্জ উপজেলায়।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফকির পান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। এছাড়া বৃদ্ধের ব্যবহৃত একটি ছোট টর্চলাইট ও বেতের লাঠি উদ্ধার করা হয়েছে। তার মুখে দাড়ি এবং কপালে নামাজ পড়ার দাগ ছিল। ধারণা করা হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য ওজু করার জন্য তিনি ওই ঘাটে নেমেছিলেন। পরে সেখানে পড়ে গিয়েই তার মৃত্যু হয়।
পরিদর্শক জানান, সোমবার রাতে টুরিস্ট পুলিশের এক সদস্য ওই বৃদ্ধকে জিজ্ঞাস করেছিলেন যে তার কোথায় বাড়ি, তখন বৃদ্ধ জানিয়েছিলেন মোরেলগঞ্জ। এ কারণে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সারা দেশের সকল থানায় তথ্য পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি। আর যদি পরিচয় না পাওয়া যায় তাহলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।