কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও ২টি
২৬ নভেম্বর ২০১৯ ২২:৫৬
ঢাকা: হলি আর্টিজান হামলা মামলার রায়কে ঘিরে রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হঠাৎ ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এসময় দুটি অবিস্ফোরিত ককটেল রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে কারওয়ান বাজারের প্রধান সড়কে ঘটেছে এমন ঘটনা। তবে হলি আর্টিজান হামলা মামলার রায়ের কয়েক ঘণ্টা আগে এমন ঘটনায় বিচলিত হওয়ার মত কিছু নেই বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এসি) মাহমুদ খান সারাবাংলাকে বলেন, কারওয়ান বাজারের এটিএন নিউজের ভবনের সামনের সড়কে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা সিরিয়াস কিছুই পায়নি।
তিনি আরও বলেন, বোম ডিসপোজাল ইউনিট ধারণা করছে কেউ ককটেলগুলো নিয়ে হয়তো সেখান দিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় হয়তো রাস্তায় পড়ে গেছে। যে কারণে রাস্তায় গাড়ি চলার সময় চাকার নিচে পিষ্ট হয়ে বিকট শব্দ হয়েছে। কারণ সেখানে আরও দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।
মাহমুদ খান বলেন, এটি একেবারেই সাধারণ ককটেল। এসব ককটেলে জীবনের কোনো ক্ষতি হয় না। শুধুমাত্র বিকট একটা শব্দ সৃষ্টি করে। তবে হলি আর্টিজানের রায়ের আগে এমন বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত হওয়ার মত কিছুই নয় বলে মনে করছেন তিনি।