Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্ধব ঠাকরের শপথকে ঘিরে সতর্ক মহারাষ্ট্র


২৭ নভেম্বর ২০১৯ ১৭:৩৩

নানা নাটকীয় ঘটনার পর তিন দলের রাজনৈতিক জোট ‘মহারাষ্ট্র বিকাশ আঘাদি (এমভিএ)’ শেষ পর্যন্ত রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে। শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভারতীয় কংগ্রেস এর ঐক্যমতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন:- মহারাষ্ট্রে ‘মহানাটক’: ফাড়নবিশ ও অজিতের পদত্যাগ

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে হবে মহারাষ্ট্রের ১৭তম মুখ্যমন্ত্রীর শপথ। এজন্য নেওয়া হয়েছে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা।

শিবসেনা অনুসারীদের জন্য শিবাজি পার্কে নানা কারণেই আবেগের জায়গা। শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এখানে দুসেরা শোভাযাত্রায় ভাষণ দিতেন। তার ছেলে উদ্ধব ঠাকরে সে ঐতিহ্য বজায় রেখেছেন। মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ইতোমধ্যে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, শপথকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও অনেক দায়িত্ব পালন করবেন। নজরদারিতে ব্যবহার করা হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরা।

এদিকে বুধবার মুম্বাই কোর্টও শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

উদ্ধব ঠাকরে টপ নিউজ মহারাষ্ট্র শপথ অনুষ্ঠান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর