পেনিনসুলায় চলছে ব্যতিক্রমী ‘থ্যাংকসগিভিং’ ফেস্টিভ্যাল
২৮ নভেম্বর ২০১৯ ১২:২৫
চট্টগ্রাম ব্যুরো: বন্দরনগরীর অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগংয়ে শুরু হয়েছে ১০ দিনের ‘থ্যাংকসগিভিং ফেস্টিভ্যাল’। অভিজাত অতিথিদের জন্য দেশ-বিদেশর মুখরোচক বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয়েছে ফেস্টিভ্যালে মেন্যু।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্ট ও ২৪ ঘণ্টার ‘সেইন্টস ক্যাফেতে’ একসঙ্গে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল। শুরুর দিন থেকেই এই ফেস্টিভ্যালকে ঘিরে সাড়া পড়েছে।
হোটেলের লেগুনা রেস্টুরেন্টে খাবারের মেন্যু আছে শতাধিক। সাড়ে ৩ হাজার টাকায় বুফে ডিনার একটি কিনলে একটি ফ্রি অফার ঘোষণা করা হয়েছে।
এছাড়া বুধবার ও বৃহস্পতিবার সেইন্টস ক্যাফেতে ৭৯৯ টাকায় থ্যাংকসগিভিং কম্বো মিলের ফেস্টিভাল অফার ঘোষণা করা হয়েছে। এই বিশেষ প্লেটারে আছে চিকেন ও বিফ বুরিতো, ড্রাগন ফ্রুট স্মুথ ও ফেস্টিভ পামকিন টার্টসহ নানাকিছু।
পেনিনসুলার সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) কামাল হোসাইন সারাবাংলাকে জানিয়েছেন, জেনারেল ম্যানেজার মুশতাক লুহারের বিশেষ উদ্যোগে ব্যতিক্রমী থ্যাংকসগিভিং ফেস্টিভালের আয়োজন করেছে পেনিনসুলা। এতে আন্তর্জাতিক এবং দেশীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন অতিথিরা।