রায় শুনতে আদালতে নুসরাতের ভাই ও মামা, সর্বোচ্চ সাজা দাবি
২৮ নভেম্বর ২০১৯ ১৩:৫৭
ঢাকা: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার মামলার রায় শুনতে ফেনী থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এসেছেন নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রাহান ও মামা সৈয়দ সেলিম।
এদিন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের রায় ঘোষণা করবেন। দুপুর ২টার পর মামলার রায় ঘোষণা করা হবে।
ওসি মোয়াজ্জেমকে এরইমধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়েছে।
রায়ের বিষয়ে নুসরাতের মামা সৈয়দ হালিম বলেন, ‘নুসরাত হত্যা মামলার বিচার এরইমধ্যে হয়েছ। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নুসরাতের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ওসি মোয়াজ্জেম অপরাধ করেছেন। তিনিও মূল আসামিদের একজন। তার বিরুদ্ধে যে আইনে মামলা হয়েছে, আমরা চাই তার সর্বোচ্চ সাজা হোক।’
নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রাহান বলেন, ‘আমিও চাই ওসি মোয়াজ্জেমের দৃষ্টান্তমূলক সাজা হোক।’
গত ২০ নভেম্বর বিকেলে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৮ নভেম্বর রায়ের দিন ঠিক করেন আদালত।
চলতি বছরের গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
এর আগে, সোনাগাজীর ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিতে থানায় গিয়েছিলেন নুসরাত। সে সময় ওসি মোয়াজ্জেম তার অভিযোগ গ্রহণ না করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে।