Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি সন্ত্রাসীর রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি: তথ্যমন্ত্রী


২৮ নভেম্বর ২০১৯ ১৬:২২

ঢাকা: হাইকোর্টের সামনে পরিবহন ভাঙচুরের ঘটনা প্রমাণ করে বিএনপি সন্ত্রাসীর রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সুযোগ পেলেই বিএনপি তাদের হিংসাত্মক অরাজনৈতিক কর্মকাণ্ড দেখিয়ে ছোবল দেয়।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সম-সাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারা (বিএনপি) যতই খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের ডাক দিক, এতে কোনো লাভ হবে না। খালেদা জিয়া যদি মুক্তি পান, তা আদালতের রায়ের মধ্য দিয়েই হতে হবে।’

বিজ্ঞাপন

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার যে আসামি আইএস’র টুপি পড়ে আদালতে গেছে সে বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তদন্তের পরই বের হয়ে আসবে এর রহস্য। তবে এই ঘটনা কোনো সংকেত নয় সরকারের জন্য। কারণ সরকার যথেষ্ট শক্ত হাতে জঙ্গি দমন করেছে।’ এখনও যারা জঙ্গি তৎপরতা চালাতে চায়, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বিএনপি সন্ত্রাসীর রাজনীতি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর