চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে কলেজ ছাত্রসহ গ্রেফতার ২
২৮ নভেম্বর ২০১৯ ১৭:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের সময় এক কলেজ ছাত্রকে ধরে পুলিশের হাতে দিয়েছে জনতা। তার তথ্য অনুযায়ী সহযোগী আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার রহমতগঞ্জ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
গ্রেফতার খালিদ উদ্দিন ইমন (১৮) নগরীর দেওয়ান বাজার এলাকার আব্দুর রউফের ছেলে। আরেকজন সাকিবুল ইসলাম (১৮) দেওয়ানবাজারের বগাল বিল এলাকার আল ইসলামের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ মাহমুদ রিহাম বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার সময় কুসুমকুমারী স্কুলের সামনে দাঁড়ানো তিন তরুণ তাকে ডাক দেয়। রিহাম এগিয়ে গেলে তাকে কোথায় যাচ্ছে, পড়ালেখা কোথায় করে- এ ধরনের বিভিন্ন প্রশ্ন করে। রিহাম সব প্রশ্নের জবাব দিয়ে চলে যাবার সময় তিনজন তাকে জাপটে ধরে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
রিহামের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে খালিদ উদ্দিন ইমনকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। এরপর ইমনের তথ্যে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে সাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। রিহাম বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আরেক আসামি বাবু (১৯) এখনও পলাতক আছে।
ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘ইমন নগরীর একটি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। সাকিবুল ইসলাম পড়ালেখা শেষ না করে স্কুলত্যাগ করেছে। সাকিবুল ও বাবু মূলত পেশাদার ছিনতাইকারী। সাকিবুল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়ে তিনদিন আগে জামিনে ছাড়া পায়। ইমন তাদের বন্ধু। মূলত বন্ধুদের পাল্লায় পড়ে সেও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে।’
‘তারা তিনজন বিকেল থেকে নগরীর বিভিন্ন অলিগলিতে কিছুটা নির্জন স্থানে দাঁড়িয়ে থাকে। স্কুল-কলেজগামী ছেলেদের একা পেলে ডেকে বিভিন্ন ধরনের কথাবার্তা জিজ্ঞেস করে এবং সুযোগ বুঝে মোবাইল-টাকা কেড়ে নেয়। নির্জন স্থানে একা লোকজন পেলে সালাম দিয়ে কুশল জানতে চেয়েও তারা ছিনতাই করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে’, বলেন ওসি।