Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা ও তারেক জিয়ার শাস্তির দাবি ছাত্রলীগের


৭ ডিসেম্বর ২০১৭ ১৮:১৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭ ১৯:১১

স্টাফ করেসপন্ডেন্ট

বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খালেদা ও তার ছেলে তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের ব্যানারে তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘বিদেশে অর্থ পাচারকারী খালেদা ও দুর্নীতিবাজ তারেক রহমান গ্রেফতার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের এই কর্মসূচি চলবে। আগামী শনিবার দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে ছাত্রলীগ কর্মীরা’।

সারাবাংলা/এমএমএইচ/টিএম/এটি

ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর