ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ
৩০ নভেম্বর ২০১৯ ১১:৩২
ইউনেস্কোর নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সংস্থাটির নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্যে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।
ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় বাংলাদেশ ছাড়াও অন্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া ও মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়। ২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আগাপিতো মুকো।
বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।