Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি ৪ দিনে ১ জন সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ২১:০৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ০৩:৩৩

ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদন

বিশ্বজুড়ে গত দুই বছরে গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন। এই দুই বছরে (২০২২-২৩) ১৬২ জন সাংবাদিকের ‍খুনের খরব জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ।

শনিবার (২ নভেম্বর) ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আগের দুই বছরের (২০২০-২১) তুলনায় খুনের সংখ্যা বেড়েছে। এই সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে বলেছেন, ‘সত্য অনুসন্ধানে নিজেদের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন। সাংবাদিক হত্যার মতো অপরাধের বিচারহীনতা বন্ধে আরও বেশি সক্রিয় হতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি সাংবাদিক খুন হয়েছেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে। সেখানে ২ বছরে ৬১ জন সাংবাদিক খুন হয়। অন্যদিকে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ সবচেয়ে কম ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। আর ২০২৩ শুধু যুদ্ধক্ষেত্রে খুন হয়েছেন ৪৪ জন সাংবাদিক যা মোট হত্যাকাণ্ডের ৫৯ শতাংশ।

২০২২-২৩ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ১৪ জন নারী, যা মোট মৃত্যুর ৯ শতাংশ। তাদের মধ্যে অন্তত ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক খুনের প্রায় অধিকাংশ ঘটনার কোনো বিচার পাওয়া যায়নি। খুনের ৮৫ শতাংশ মামলাতেই কোনো সমাধানে পৌঁছানো যায়নি বা পরিত্যক্ত হয়েছে।

সারাবাংলা/এইচআই

ইউনেস্কো সাংবাদিক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর