Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিবির ওপর হামলা সমীচীন হয়নি: হাছান মাহমুদ


৩০ নভেম্বর ২০১৯ ২১:৩৮

চট্টগ্রাম ব্যুরো: জামালপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদযাত্রায় হামলার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই হামলা কোনোভাবেই সমীচীন হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি মোজাফফর আহমদ-এর নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভা পরিষদ এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘অবশ্যই সমালোচনা হবে। ক্ষমতায় থাকলে, দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। এই সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা মাননীয় প্রধানমন্ত্রী লালন করেন। সমালোচনা পথচলাকে শানিত করে। ভুল শুধরে নেয়ার ক্ষেত্রে সহায়তা করে।’

সিপিবির পদযাত্রায় হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার জামালপুরে কমিউনিস্ট পার্টির যে পদযাত্রা, সেখানে হামলা হয়েছে, আমি এটার তীব্র নিন্দা জানাই। এটি বিচ্ছিন্ন ঘটনা। সেখানকার আওয়ামী লীগ এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং কমিউনিস্ট পার্টিকে স্থানীয়ভাবে সেটি জানানো হয়েছে। আমিও মনে করি এটি কোনোভাবেই সমীচিন হয়নি। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের নিন্দা জানাই।’

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুরে সিপিবির পদযাত্রায় নেতৃত্ব দেওয়া দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খানের ওপর হামলা হয়। এর প্রতিবাদে রাতে ঢাকার শান্তিনগরে সিপিবি মিছিল বের করলে আরেক দফা হামলা হয়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনীক রায়সহ তিনজন আহত হন। হামলার প্রতিবাদে সারাদেশে মিছিল-সমাবেশ করেছে সিপিবি, ছাত্র ইউনিয়ন এবং বাম গণতান্ত্রিক জোট। এতে হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গক্রমে হাছান মাহমুদ আরও বলেন, ‘স্বাধীনতার সপক্ষের শক্তির মধ্যে বিভেদ তৈরির সময় এখন নয়। এখন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আর এখন স্বাধীনতার পক্ষের শক্তির শক্তি সঞ্চয় করা প্রয়োজন। স্বাধীন দেশে, স্বাধীনতার ৫০ বছর পর স্বাধীনতার বিপক্ষের শক্তি আস্ফালন করবে এটি হতে পারে না। যারা স্বাধীনতার পক্ষের শক্তি ন্যাপ, কমিউনিস্ট পার্টিসহ সবার শক্তি সঞ্চয় করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের রাজনীতি দেখা যাচ্ছে। বিএনপির নেতৃত্বে যে রাজনীতি, তাদের যে জোট তারা স্বাধীনতাতেই বিশ্বাস করে না। এমন অনেক দল আছে সে জোটে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করা। যাদের অনেকে আফগানিস্তান থেকে ঘুরে এসেছে, ট্রেনিং প্রাপ্ত। তাদের অনেকে ২০ দলীয় জোটে আছে।’

প্রয়াত মোজাফফর আহমদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মোজাফফর আহমদ রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। চাইলে তিনি মন্ত্রী হতে পারতেন। সে পথে তিনি হাঁটেননি। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বা মন্ত্রী এমপি হওয়ার জন্য নয়।’

‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিবিদদের বেচাকেনা করা হলো। মৌসুম এলে ক্রিকেটারদের যেভাবে বিভিন্ন দল কিনে নেয়, জিয়াউর রহমান পঁচাত্তরের পর রাজনীতিবিদদের সেভাবে টেন্ডারে কিনে নিয়েছিলেন। আজকে বিএনপির যারা বড় বড় নেতা তারা জিয়াউর রহমানের টেন্ডারে বিক্রি হওয়া নেতা বেশিরভাগ।’ বলেন হাছান মাহমুদ

স্মরণসভা পরিষদের সভাপতি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন মোজাফফর আহমদের মেয়ে ন্যাপ’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আইভি আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ ও খোরশেদ আলম সুজন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর