Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসকের কার্যালয় ছাড়ার আদেশে হাইকোর্টে স্থিতিবস্থা


১ ডিসেম্বর ২০১৯ ১৪:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যালয় দুই মাসের মধ্যে ছেড়ে দিতে ভ্রাম্যমাণ আদালতের আদেশের ওপর স্থিতিবস্থা জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে দুই লাখ টাকা জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আসকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ১৪ নভেম্বর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যালয় অভিযান চালিয়েছে দুইমাসের মধ্যে কার্যালয় ছেড়ে দিতে বলেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। আবাসিক এলাকায় কার্যালয় পরিচালনা করায় মানবাধিকার সংগঠনটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

রাজউকের এ ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আসক।

আসক কার্যালয় স্থিতিবস্থা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর