Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণ ঠেকাতে মাঠে নামবে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত


১ ডিসেম্বর ২০১৯ ১৫:১০

ঢাকা: রাজধানী ঢাকায় পরিবেশ দূষণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে নামবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দিয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডিএসসিসি’র নগর ভবনের সামনে ধুলোবালির কারণে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে পানি ছিটানোর বিশেষ কর্মসূচি উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। ওই কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘পরিবেশ দূষণ মোকাবিলার দায়িত্ব মূলত পরিবেশ অধিদফতরের। কিন্তু নাগরিক দায়িত্বকে সম্মান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজগুলো করে থাকে। আমরা বিশেষ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এর আওতায় আমাদের যে সমস্ত প্রধান সড়ক রয়েছে তাতে সকাল এবং বিকেলে দুই বেলা পানি ছিটিয়ে বায়ু দূষণ রোধের চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে আমাদের শহরে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। পাশাপাশি ওয়াসা ও সিটি করপোরেশনের কাজের কারণে কিছুটা ধূলো-দূষণ হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডগুলো দূষণের জন্য অনেকটা কাজ করে। এ কারণে আমরা অনেক সমস্যায় পড়ি। আশা করি, যে সমস্ত চলমান প্রকল্প রয়েছে তা শেষ হলে বায়ুদূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে।’

মেয়র জানান, এ কর্মসূচির আওতায় সকাল ছয়টা থেকে ৮টা ৩০ মিনিট ও বিকেলে নির্দিষ্ট সময় পানি ছিটানো হবে। এই কর্মসূচির আওতায় যেসব স্থানে নির্মাণকাজ চলছে, সেখানে যদি সঠিকভাবে কাজ না হয় কিংবা সেখানে যদি মাটি পড়ে থাকে তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। যে কোনো নির্মাণকাজ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে করতে হবে।

বিজ্ঞাপন

সাঈদ খোকন বলেন, ‘আপনারা জানেন বড় বড় প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এসব কাজের পুরোপুরি নিয়ন্ত্রণ অনেকটা কষ্টকর। তারপরেও অনিয়ন্ত্রিত অবস্থাতে একেবারে যেখানে-সেখানে কাজ করা আমরা অনুমোদন করব না। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সে সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণে আনব।’

ডিএসসিসি পরিবেশ দূষণ মেয়র সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর