আগামী ৫ বছরে অকল্পনীয় উন্নয়ন হবে: জব্বার
১ ডিসেম্বর ২০১৯ ১৮:০৪
ঢাকা: উন্নয়নের ধারায় আগামী ৫ বছরে দেশে কোথায় যাবে তা কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। গত দশ বছরে দেশে মাথা পিছু আয় ৫৫৬ ডলার থেকে ১ হাজার ৯০৯ ডলারে উন্নীত হয়েছে।’
রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে ন্যাশনাল ফ্রিডম ফাইটারস ফাউন্ডেশন আয়োজিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু ২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলুন ও পায়রা উড়িয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধন করেন মন্ত্রী। র্যালিটি প্রেসক্লাব থেকে শাহবাগে গিয়ে শেষ হয়।
মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ উন্নয়নে সব সূচকে বিরাট সাফল্য লাভ করেছে। গড় আয়ু, মাতৃ ও শিশু মৃত্যুহার কমাসহ অগ্রগতির প্রতিটি সূচকে গত ১১ বছরের অগ্রগতিতে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।’
বাঙালির মুক্তিযুদ্ধ ছিলো বাংলা ভাষাভিত্তিক জনগোষ্ঠী, বাঙালি সংস্কৃতি কেন্দ্রিক উন্নত দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ লড়াইয়ের ফসল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর মূল শক্তি ছিলো এ দেশের মানুষ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছিল।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ন্যাশনাল ফ্রিডম ফাইটারস ফাউন্ডেশনের সভাপতি ড. এস এম জাহাঙ্গীর আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।