Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী দগ্ধ


১ ডিসেম্বর ২০১৯ ২৩:১৪

নওগাঁ: নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কেমিস্ট্রি ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। সে সময় ল্যাবে কম্পিউটার বিভাগের ব্যবহারিক পরীক্ষা চলছিল।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, রাফি আক্তার, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

ইনস্টিটিউট অধ্যক্ষ ফজলুর রহমান বলেন, কেমিস্ট্রি ল্যাবে কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক পরীক্ষা চলছিল। সে সময় বিস্ফোরণ ঘটলে ৭ শিক্ষার্থী দগ্ধ হন। তাদের নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। যেহেতু আমাদের এখানে বার্ন ইউনিট নেই, তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ল্যাবে বিস্ফোরণ শিক্ষার্থী দগ্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর