Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ও বিদেশি নাগরিককে হেনস্থা, নোয়াখালীতে এসআই ক্লোজড


২ ডিসেম্বর ২০১৯ ১০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: প্রবাসীদের হেনস্থা ও ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শিশির কুমার বিশ্বাসকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে এসআই শিশির প্রবাসীর বাসায় ঢুকে বাংলাদেশে বেড়াতে আসা আরব আমিরাতের নাগরিক আলী আহাম্মদকে ও প্রবাসী ফাতেমা বেগমকে জড়িয়ে অশালীন কথা বলেন। এক পর্যায়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেফতারের হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান।

এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানালে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত (এসআই) এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেন ও তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেন।

এসআই ক্লোজড জেলা পুলিশ লাইনস নোয়াখালী পুলিশ লাইন