Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারিক আদালতের অবকাশকালীন ছুটি শুরু


২ ডিসেম্বর ২০১৯ ১১:২৮

ঢাকা: বাংলাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাস ছুটিতে থাকবেন এই আদালতগুলো। এই সময়ে এসব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে সারাদেশে ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো ছুটির আওতার বাইরে থাকবে।

আদালতের একটি সূত্র জানিয়েছে, এই সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে দায়িত্বে থাকবেন বিচারক মো. হেলাল চৌধুরী। তিনি আগামী ৪, ৫, ৯, ১০, ১১, ১৫, ১৭ ও ১৮ ডিসেম্বর তারিখে জরুরি মামলাগুলো নিষ্পত্তি করবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে একেএম ইমরুল কায়েশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ৮, ৯, ১৭, ১৯, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে।

অবকাশ টপ নিউজ নিম্ন আদালত নিম্ন আদালতে এক মাসের ছুটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর