ঢাকা: মাদকসেবীর আঘাতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কর্মচারী আমির হোসেনকে হত্যার দায় স্বীকার করেছেন এ ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. ইব্রাহীম (১৮)।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন- ধূমপানে বাধা দেওয়াতেই খুন হন ঢামেক হাসপাতালের কর্মচারী আমির
এদিন ইব্রাহীমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন সরদার। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করলে বিচারক সে আবেদর মঞ্জুর করে জবানবন্দি গ্রহণ করেন।
গত ১ ডিসেম্বর ভোরে ঢামেক হাসপাতালের বহির্বিভাগ এলাকায় ক্রিকেট খেলার ব্যাটের আঘাতে আমির হোসেন (৫০) নামে হাসপাতালের এক কর্মচারীর মৃত্যু হয়। জানা গেছে, ধূমপানে বাধা দেওয়াতেই আমির হোসেনকে খুন করেন ইব্রাহীম।
আসামি ইব্রাহীমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছিলেন, বিভিন্ন সময় আমিরের সামনে ধূমপান করতেন ইব্রাহীম। বিষয়টি নিয়ে ইব্রাহিমের মায়ের কাছেও অভিযোগ করেছিলেন আমির। এতে ইব্রাহীম ক্ষিপ্ত হন। রোববার সুযোগ পেয়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আমিরের মাথার পেছনে সজোরে আঘাত করেন তিনি।