Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাল শিশুটি


৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৫

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে বাইজিদ শেখ (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইজিদ শেখ কচুয়া উপজেলার পিংগড়িয়া গ্রামের বাদশা শেখের ছেলে ও পিংগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

কচুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, শিশু বায়জিদ তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। ফেরার পথে বেলা ১২টার দিকে কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া এলাকায় অটোরিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন মা। এসময় ছেলে বায়জিদ মার হাত ছেড়ে একা দৌড়ে রাস্তার পার হতে গেলে একটি যাত্রীবাহী বাস বায়জিদকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বায়জিদ মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর