Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ, যুক্তরাষ্ট্রে মামলা


৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৪০

ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ্লিকেশন টিকটক গোপনে ব্যবহারকারীদের তথ্য চীনে পাচার করছে। এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মিস্টি হং নামের ক্যালিফোর্নিয়ার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বিবিসি।

মিস্টি হং মামলায় উল্লেখ করেছেন, তিনি টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন, কিন্তু কোনো অ্যাকাউন্ট খোলেননি। কয়েকমাস পরে দেখেন টিকটকে তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। শুধু তাই নয়, তার কিছু ব্যক্তিগত ভিডিও যা তিনি প্রকাশ করতে চাননি, সেই ভিডিওগুলোও ওই প্লাটফর্মে আপলোড করা হয়েছে। তার তথ্যগুলো অজান্তেই টেনসেন্ট এবং আলিবাবার মালিকানায় থাকা দুইটি সার্ভারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওই মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বেইজিংভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক, ব্যবহারকারীদের অজান্তেই তাদের বিপুল পরিমাণ তথ্য চীনে পাচার করেছে। এছাড়াও বিজ্ঞাপনের লভ্যাংশ পাবার আশায় সিক্রেট হারভেস্টিংয়ের কাজে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপন তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে।

এর আগে, বিশ্বব্যাপী প্রায় অর্ধ বিলিয়ন ব্যবহারকারীর নেটওয়ার্ক টিকটকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মার্কিন ব্যবহারকারীদের কোনো তথ্যই তারা চীনা সার্ভারে জমা রাখেনি।

তবে, এই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটির ওপর তথ্য সংগ্রহ এবং সেন্সরশিপের ইস্যুতে উত্তর আমেরিকায় দিনকে দিন চাপ বেড়েই চলেছে।

ক্যালিফোর্নিয়ার আদালতে দায়ের করা ওই মামলার বিবরণীতে আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য চীনে পাচার করেছে টিকটক। যে তথ্যগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের নিয়মিত খুঁজে বের করে নজরদারিতে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে ওই তথ্যগুলো নিয়ে চীনের আরও ভয়াবহ পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আলিবাবা ক্যালিফোর্নিয়া চীন টিকটক টেনসেন্ট তথ্য পাচার মামলা যুক্তরাষ্ট্র সার্ভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর