Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের লাইন বসানো শুরু


৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৭

ঢাকা: শুরু হয়ে গেছে মেট্রোরেলের লাইন বসানোর কাজ। উত্তরা থেকেই এই যজ্ঞের শুরু। ভায়াডাক্টের উপর ট্র্যাক বসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে মেট্রো রেলের উত্তরা অংশের কাজ। এখানে মেট্রো ট্রেন চলার সময় ট্র্যাকে ঘর্ষণের শব্দ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে রাবারের প্যাড। আর লাইন আটকাতে চলছে ফাস্টেনিং সিস্টেমে স্ক্রু লাগানোর কাজ।

আপাতত প্রথম এক কিলোমিটার মেট্রোরেল লাইন বসানো হচ্ছে। এভাবে এক কিলোমিটার করেই পুরো মেট্রোরেলে কাজ শেষ করা হবে।

বিজ্ঞাপন

https://www.youtube.com/watch?v=1-ddhFZbwwQ

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রথম স্টেশন। এই স্টেশনের আগে আছে রেলডিপো। যেখানে সব ট্র্যাক ভাগ হয়ে ডিপোতে ঢুকেছে। আর ডিপো থেকে বেরিয়ে প্রথম স্টেশন হবে-উত্তরা সেন্টার। এরপর মেট্রো চলে গেছে মিরপুর ডিওএইচএস-এর দিকে।

এভাবে মিরপুর ১২, ১১, ১০ হয়ে কাজীপাড়া ও আগারগাঁও পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার মেট্রোরেল ভায়াডাক্ট বা উড়ালসড়ক দৃশ্যমান হবে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সারাবাংলাকে জানান, এখন উত্তরাতে রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য ফাস্টেনিং ইনস্টলেশন শুরু হয়েছে। এছাড়া ট্র্যাকে যাতে ট্রেন চলার সময় শব্দ না হয় সেজন্য রাবারের প্যাড লাগানো হচ্ছে।

https://www.youtube.com/watch?v=zD53YBD6j_s

এভাবে এক কিলোমিটার করে রেলওয়ের পাতগুলো বসিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২১ সালে ডিসেম্বরে মানুষ মেট্রোতে চলাচল করতে পারবে। বলেন ছিদ্দিক।

ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক আরও জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৮ কিলোমিটারের বেশি ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকি ভায়াডাক্ট বসানো শেষ হবে। একই সাথে রেলওয়ে ট্রাক বসতে বসতে সামনের দিকে এগিয়ে যাবে। আর আগারগাঁও থেকে মতিঝিলের দিকে ভায়াডাক্টগুলো দৃশ্যমান হয়ে যাবে।

বিজ্ঞাপন

এভাবে ২০২০ সালের ভেতরে সম্পূর্ণ মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়াল সড়ক নির্মাণ শেষ হয়ে যাবে। পেছন থেকে যেভাবে ট্র্যাক বসানো শুরু হয়েছিল সেটা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে।

https://www.youtube.com/watch?v=YDGl6Z9fn_k&t=2s

একইসঙ্গে চলছে স্টেশন নির্মাণের কাজ। এরইমধ্যে আগারগাঁও পর্যন্ত স্টেশনের মাটির নিচের কাজ শেষ হয়েছে। কোথাও কোথাও স্টেশন উপরে উঠে এসেছে। উপরে উঠে আসার পর দুটো অংশ থাকে স্টেশনের এক হলো কনকোর্স আরেকটি হলো স্টেশন লাউঞ্জ। এই কাজগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

মেট্রোরেল প্রকল্প পরিচালক আফতাব আহমেদ জানান, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৬৪ শতাংশ অগ্রগতি হয়েছে। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অগ্রগতি হয়েছে ৩৪ ভাগ। পুরো মেট্রোরেল প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৮ শতাংশ।

মেট্রোরেল

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর