সৌদি সেনার গুলিতে ফ্লোরিডার নৌঘাঁটিতে নিহত ৩
৭ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৌঘাঁটিতে বন্দুক হামলাকারী সৌদি আরবের বিমান বাহিনীর সদস্য। তিনি প্রশিক্ষণার্থী হিসেবে নৌঘাঁটিতে ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিরাপত্তারক্ষীরা গুলি করে হত্যা করে হামলাকারীকে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেনস্কোলাতে এই হামলা চালানো হয়েছিল।
স্থানীয় শেরিফ অফিস জানায়, বন্দুক হামলাকারীর নাম মোহাম্মদ সায়েদ আলসহামরানি। হামলায় দুই শেরিফ অফিসারসহ আটজন আহত হয়েছেন।
এসকাম্বিয়া কাউন্টি শেরিফ ডেভিড মরগান বলেন, এটা যেন ট্র্যাজিক সিনেমার দৃশ্যপট।
ফ্লোরিডার গভর্নর রন ডিসেইন্টস বলেন, সৌদি বিমান বাহিনীর এক সদস্য হামাদের দেশে যে কাণ্ড ঘটাল তার রেশ থেকে যাবে।