Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনির উত্তরে দাবানল, নেভানোর মতো নয়!


৭ ডিসেম্বর ২০১৯ ১২:০০

অস্ট্রেলিয়ার অন্যতম বাণিজ্যিক নগরী সিডনির উত্তর-পশ্চিমে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের ৬০ কিলোমিটার দূরত্বের এই দাবানল এতটাই ছড়িয়েছে যে তা নেভানোর মতো নয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ।

শনিবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

নিউ সাউথ ওয়েলস এর দাবানলগুলো সিডনির পাশে ১১৫০ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়েছে। আক্রান্ত এলাকা থেকে যারা এখনো মালামাল রক্ষা করতে পারেননি তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

অক্টোবর থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত ৬ জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে ৭০০ এর বেশি ঘরবাড়ি। দাবানল আরও ছাড়াচ্ছে কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায়।

নিউ সাউথ ওয়েলস এর ডেপুটি কমিশনার রোব রজার্স এবিসি চ্যানেলকে বলেন, আমরা এসব দাবানলের আগুন থামাতে পারছি না। পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত আগুন শুধু পুড়িয়েই যাবে।

অস্ট্রেলিয়া টপ নিউজ দাবানল সিডনি


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর