Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: সুস্থ হয়েছেন ১ লাখ রোগী, এখনও হাসপাতালে ভর্তি ৩৪২ জন


৭ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৫

ফাইল ছবি

ঢাকা: চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অতীতের সব পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়েছে এবার ডেঙ্গু। সারাদেশের বিভিন্ন হাসপাতালে এ বছর এক লাখ ৬১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ সাতজন রোগী। অর্থাৎ ৯৯ দশমিক ৪ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৪২ জন।

শনিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি সংখ্যাগত দিকে আগের সব পরিসংখ্যান ছাড়িয়ে গেছে এটা সত্য। তবে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের নানামুখী উদ্যোগ ও নাগরিকদের সচেতনতার কারণে এবার চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডা. আয়শা আক্তার জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮ পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২১৫ জন এবং ঢাকার বাইরে ১২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৮ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ জন রোগী। পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) জানিয়েছে, ২০১৯ সালে ২৬৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পেয়েছে ‘ডেথ রিভিউ কমিটি’। এর মধ্যে ২০৪টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৯ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

চিকিৎসা ডেঙ্গু আক্রান্ত ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর