Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আ. লীগের সম্মেলন, অবরুদ্ধ এলাকায় মানুষের দুর্ভোগ


৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে নগরীর ব্যস্ততম কাজীর দেউড়ি এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। কাউন্সিলস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। সংঘাতের আশঙ্কায় দোকানপাট-মার্কেট বন্ধ হয়ে গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে কাজীর দেউড়ি মোড় থেকে আলমাস সিনেমা মোড় পর্যন্ত সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। ওই সড়ক দিয়ে পথচারী চলাচলেও পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

নগরীর কাজীর দেউড়ির আলমাস সিনেমা হল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশন চলছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সংঘাতের আশঙ্কায় সড়ক বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সারবাংলাকে জানান, প্রায় ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো এলাকায়। এর মধ্যে ২০০ পুলিশ আছে মূল কাউন্সিলস্থলে।

পুলিশের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাপোলো শপিং সেন্টার এবং ভিআইপি টাওয়ার মার্কেট। ভিআইপি টাওয়ারের আবাসিক বাসিন্দাদেরও চলাচলে বাধা দেওয়া হয়।

বিকেল ৪টার দিকে ভিআইপি টাওয়ারের বাসিন্দা কবি ও সাংবাদিক আবুল মোমেন পুলিশের বেষ্টনীতে আটকা পড়েন। পরে কর্তব্যরত সাংবাদিকদের অনুরোধে তাকে বাসায় যেতে দেওয়া হয়।

কাজীর দেউড়ি ও আলমাস মোড়ের পুলিশের বেষ্টনীর দুপাশে অবস্থান নিয়েছেন বিভিন্ন নেতার পক্ষে আসা হাজার হাজার নেতা কর্মী।

এর আগে সকালে নগরের লালদিঘী মাঠ সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন: চট্টগ্রামে সম্মেলনস্থলেই দুই আ.লীগ নেতার অনুসারীদের মারামারি

অবরুদ্ধ চট্টগ্রাম সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর