‘বোমা নয়, বালি’
৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৩
মেহেরপুর: মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে রাখা বোমাসদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয়ের সময় শব্দ হলেও পুলিশ বলছে এটি বোমা নয়। এর মধ্যে বালি ভরা ছিলো। গত তিন ধরে বোমাটি ঘিরে রেখেছিলো পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘এটি বোমা নয়। তবে নিষ্ক্রিয় করার সময় একটি শব্দ হয়ে থাকে। সেই শব্দই আপনারা পেয়েছেন। কেউ আতংক সৃষ্টির জন্যই জিনিসটি রেখে যেতে পারে।’
আর বোমাসদৃশ্য বস্তুটির পাশে রাখা আনছারুল্লার বাহিনীর লেখা চিরকুটের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, বৃহস্পতিবার বোমাসদৃশ্য বস্তু দেখে খুলনা থেকে ডাকা হয় র্যাবের বোমা বিশষজ্ঞ দলকে। অত্যাধুনিক যন্ত্র তাদের কাছে না থাকায় তারা ফিরে যান। গতকাল ঘটনাস্থলে সেনা সদস্যদের বোমা বিশেষজ্ঞ দল আসার কথা থাকলেও তারা আসেনি। পরে শনিবার সকাল সাড়ে ১০টার সময় ঘটনাস্থলে আসে কাউন্টার টেররিজম ও অ্যান্টি টেররিজমের ইউনিটের দু’টি দল। পরে তারা বোমাসদৃশ্য বস্তুটিকে নিষ্ক্রিয় করে। যার নেতৃত্বে ছিলেন পরিদর্শক মোদাচ্ছের হোসেন ও ইসরাফিল হোসেন।