Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক


৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৪১

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাজীপুর গোলাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কয়াফনিয়া গ্রামের শাহ জামালের ছেলে শাহ মুসলিম ওরফে তামিম (২৪) ও একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া এলাকার ওয়ারেস মন্ডলের ছেলে নাইম মন্ডল নয়ন (২৩)।

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই মাদক বিক্রেতা দৌলতপুর সীমান্ত থেকে চোরাই পথে গাঁজা নিয়ে কাজীপুর-বামন্দী রোডের গোলাম বাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দু’টি লাগেজের ভেতর থেকে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।

এসময় ওই দুই মাদককারবারীকে আটক করা হয়। আটকরা নিজেদের গার্মেন্টস কর্মী বলেও দাবি করেছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

গাঁজা গাঁজা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর