‘নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে’
১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৭
ডিস্ট্রিক্টি করেসপন্ডেন্ট
নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গাজী টিভির ভাইস চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা বলেছেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শারীর ও মন ভালো থাকে। আজকের মেধাবীরাই শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরের বীরহাটাবো এলাকায় আধার আলো কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
গাজী গোলাম মর্তুজা বলেন, ‘এ দেশটি এভাবে স্বাধীন হয়নি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খায়রুল আলম নয়ন, দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মিয়া, বিল্লাল হোসেন আকন্দ ও হাসিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার বৃষ্টি, দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রুমা আক্তার, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও প্রধান শিক্ষক হালিমাতুস সাদিয়া ।
সারাবাংলা/ এমএইচ