Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নানা খাতে বিনিয়োগের আগ্রহ ইউরোপীয় ইউনিয়নের’


৮ ডিসেম্বর ২০১৯ ১৪:২৭

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যবসা বেড়েছে। অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বাণিজ্য মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর হাইকমিশনারদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানাতে ব্রিফিংয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপনকান্তি বোস এ কথা বলেন।

কমিশন চেয়ারম্যান বলেন, ‘আজকে (রোববার, ৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে উভয়পক্ষের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। জিএসপি সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। যে সব দেশে জিএসপি ‍সুবিধা নেই, সে সব সমস্যা ভবিষ্যতে থাকবে না।’

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জরুরি কাজে ব্যস্ত থাকায় বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপনকান্তি বোস।

কমিশন চেয়ারম্যান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলেছেন। বিমানবন্দরের সুযোগ সুবিধা বাড়ানোর দাবির পাশাপাশি হাইকমিশনাররা যেসব অসুবিধার কথা বলেছেন, সেগুলো সমাধান করতে সরকার বদ্ধপরিকর।’

তপন কান্তি বলেন, ‘আজকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে ৬ নম্বর বিজনেস ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিভিন্ন বিষয়ে পাঁচটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। আজকের বৈঠকে গার্মেন্ট খাতসহ অন্যান্য খাতেও বিনিয়োগের কথা উঠে আসে। পাশাপাশি শ্রম আইনের প্রয়োজনীয় সংশোধন ও আইন কার্যকর করার দাবি জানান কূটনীতিকরা।’

ইউরোপীয় ইউনিয়ন জিএসপি বাণিজ্যমন্ত্রী বিনিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর